What are the research directions in Low Temperature Physics? by Rajib Sarkar
পদার্থবিদ্যার মৌল নীতি অনুযায়ী পরমশূন্য তাপমাত্রায় পৌঁছানো বাস্তবে অসম্ভব। আজ থেকে প্রায় ১৪০ বছর আগে অক্সিজেন গ্যাসের তরলীকরণের মাধ্যমে পরমশূন্য তাপমাত্রার খুব কাছে পৌঁছানোর যে যাত্রা পরীক্ষাগারে শুরু হয়েছিল, তা আজও থেমে যায়নি। এই সুদীর্ঘ যাত্রাপথেই একের পর এক আবিষ্কৃত হয়েছে পদার্থের অবাক করে দেওয়া কিছু ধর্ম, যেমন সম্পূর্ণ রোধবিহীন, সম্পূর্ণ ঘর্ষণবিহীন অবস্থা। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পদার্থের নতুন দশা। সেই সব আবিস্কার শুধুমাত্র বিজ্ঞান গবেষণার নতুন দিশাই দেয় নি, শুরুয়াত করেছে অভিনব সব প্রযুক্তির। সফলতা এমনই ১৩ টি নোবেল পুরস্কার এই নিম্ন তাপমাত্রাকে কেন্দ্র করে এখনও অবধি দেওয়া হয়েছে। আধুনিক বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তির এই অভিনব দিকটিকে সহজ সরল ভাষা এবং উদাহরণের মাধ্যমে পৌঁছে দেওয়াই মূল চেষ্টা।